Thursday, February 17, 2011

পড়ন্ত বিকেলে


পড়ন্ত বিকেলে
- পাবলো নেরুদা


পড়ন্ত বিকেলে মোর বেদোনার জাল দিলাম ছড়িয়ে
তোমার ঐ সাগরচোখে।

সেথায় অগ্নিশিখায় জ্বলে-পুড়ে উঠা
মোর নিঃসঙ্গতা বিদ্ধস্ত নাবিকের মত জড়ায় তোমারে।

বিপদ সংকেত হয়ে জ্বলে উঠি আমি বাতিঘর বালুকাবেলায়
সমুদ্রের ঢেউ তোলা আনমোনা তোমার চোখে।

উদাসী রমণী আমার কুয়াশার চাদরে ঢাকা
দৃষ্টি হতে তোমার বিস্ময় এ তীর উঠে জ়েগে।

পড়ন্ত বিকেলে মোর বেদোনার জাল দিলাম ছড়িয়ে
ঐ সমুদ্রে, যা নাড়া দিয়ে যায় তোমার সাগর চোখে।

তোমায় ভালোবাসা মোর এ হৃদয়ের মত মিটিমিটি জ্বলে
নিশাচর পাখিদের ঠোকরানো প্রথম জ়েগে উঠা তাঁরারা মিলে।

আধার ঘোটকীতে বল্গিত গতিতে বয়ে চলে রাত্রি
ক্ষেতের নীল নীল শিষ এলোমেলো করে করে।

Followers

About Me

My photo
24 AÑOS, BANGLADESHI, SOLTERO, EDUCACION: TRABAJO SOCIAL, ESPAÑOL, ITALIANO.