Friday, April 29, 2011

Cancion traduccion

Check out this SlideShare Presentation:

Thursday, April 28, 2011

স্বপ্ন

স্বপ্ন
(ইমরান) (১৩ই মার্চ, ২০১১)

সারা দিন হেটে হেটে ক্লান্ত ধুলা-ঘামে
সকল পথ এসে ঘুমের জগতে মেশে,
ক্ষত হৃদয়ের কোলাহল নক্ষত্রের গায়ে
ধুসর সব স্বপ্নের মারা বীজ বুনে চলে।

এভাবে চলছে, বন্ধু, সময় আমার,
জানিনা এ মরা বীজ বুনা কবে শেষে হবে...!


Licencia Creative Commons
স্বপ্ন se encuentra bajo una LicenciaCreative Commons Atribución-NoComercial-SinDerivadas 3.0 Unported.
Basada en una obra en www.imuvida.blogspot.com.

মাথা খারাপ

মাথা খারাপ
(ইমরান) (২৬ শে মার্চ)

পথগুলো আজ বড় এলোমেল;
পা বাড়ালেই হারিয়ে ফেলি নিজেরে।
ঘুরে ফিরে এ ঘোর, জানি,
আধার আধারে হারিয়ে ভোর হবেই হবে।

ভালবাসার জ্বালা হয়ে
আতীতের ধূলা উড়ে সময়ের বাতাসে।
সব ঝরা ফুলের হতাশা ঝেড়ে

কর্মই ধর্ম হয়ে আসুক এ পৃথিবীতে।



Licencia Creative Commons
মাথা খারাপ se encuentra bajo una LicenciaCreative Commons Atribución-NoComercial-SinDerivadas 3.0 Unported.

প্রজাপতি

প্রজাপতি
(ইমরান)
কত কত বার যে দেখেছি তাকে
মোর ধূলিমাখা শিশির পথে
গল্পের গলিতে সাঁতার কেটে কেটে চলে যেতে!

হৃদয়দূর্বায় কত রাতের জমা শিশির শুকিয়ে
সকলে ঘরে ফিরে গেছে
মেঘের দেশ হতে অন্তিম আশ্রয় তুষার জগতে!

কত কত খুজেছি যে আমি সে জগতে তারে
সময়ের শুরু হতে কবিতার আন্ধকারে
দেখেছি তারে তুষারক্ষেতে অপন প্রজাপতি রূপে!

“ভালবাসি তোমায়, প্রজাপতি!”- চেয়েছি বলতে,
পারিনি কখনো পারিনি
সমাপ্তির মরণ সঙ্কেতে তা কখনো পারিনি তারে জানাতে!


Licencia Creative Commons
প্রজাপতি por http://imuvida.blogspot.com/2011/04/blog-post.html se encuentra bajo una Licencia Creative Commons Atribución-NoComercial-SinDerivadas 3.0 Unported.

Thursday, February 17, 2011

পড়ন্ত বিকেলে


পড়ন্ত বিকেলে
- পাবলো নেরুদা


পড়ন্ত বিকেলে মোর বেদোনার জাল দিলাম ছড়িয়ে
তোমার ঐ সাগরচোখে।

সেথায় অগ্নিশিখায় জ্বলে-পুড়ে উঠা
মোর নিঃসঙ্গতা বিদ্ধস্ত নাবিকের মত জড়ায় তোমারে।

বিপদ সংকেত হয়ে জ্বলে উঠি আমি বাতিঘর বালুকাবেলায়
সমুদ্রের ঢেউ তোলা আনমোনা তোমার চোখে।

উদাসী রমণী আমার কুয়াশার চাদরে ঢাকা
দৃষ্টি হতে তোমার বিস্ময় এ তীর উঠে জ়েগে।

পড়ন্ত বিকেলে মোর বেদোনার জাল দিলাম ছড়িয়ে
ঐ সমুদ্রে, যা নাড়া দিয়ে যায় তোমার সাগর চোখে।

তোমায় ভালোবাসা মোর এ হৃদয়ের মত মিটিমিটি জ্বলে
নিশাচর পাখিদের ঠোকরানো প্রথম জ়েগে উঠা তাঁরারা মিলে।

আধার ঘোটকীতে বল্গিত গতিতে বয়ে চলে রাত্রি
ক্ষেতের নীল নীল শিষ এলোমেলো করে করে।

Followers

About Me

My photo
24 AÑOS, BANGLADESHI, SOLTERO, EDUCACION: TRABAJO SOCIAL, ESPAÑOL, ITALIANO.