প্রজাপতি
(ইমরান)
কত কত বার যে দেখেছি তাকে
মোর ধূলিমাখা শিশির পথে
গল্পের গলিতে সাঁতার কেটে কেটে চলে যেতে!
হৃদয়দূর্বায় কত রাতের জমা শিশির শুকিয়ে
সকলে ঘরে ফিরে গেছে
মেঘের দেশ হতে অন্তিম আশ্রয় তুষার জগতে!
কত কত খুজেছি যে আমি সে জগতে তারে
সময়ের শুরু হতে কবিতার আন্ধকারে
দেখেছি তারে তুষারক্ষেতে অপন প্রজাপতি রূপে!
“ভালবাসি তোমায়, প্রজাপতি!”- চেয়েছি বলতে,
পারিনি কখনো পারিনি
সমাপ্তির মরণ সঙ্কেতে তা কখনো পারিনি তারে জানাতে!
(ইমরান)
কত কত বার যে দেখেছি তাকে
মোর ধূলিমাখা শিশির পথে
গল্পের গলিতে সাঁতার কেটে কেটে চলে যেতে!
হৃদয়দূর্বায় কত রাতের জমা শিশির শুকিয়ে
সকলে ঘরে ফিরে গেছে
মেঘের দেশ হতে অন্তিম আশ্রয় তুষার জগতে!
কত কত খুজেছি যে আমি সে জগতে তারে
সময়ের শুরু হতে কবিতার আন্ধকারে
দেখেছি তারে তুষারক্ষেতে অপন প্রজাপতি রূপে!
“ভালবাসি তোমায়, প্রজাপতি!”- চেয়েছি বলতে,
পারিনি কখনো পারিনি
সমাপ্তির মরণ সঙ্কেতে তা কখনো পারিনি তারে জানাতে!

প্রজাপতি por http://imuvida.blogspot.com/2011/04/blog-post.html se encuentra bajo una Licencia Creative Commons Atribución-NoComercial-SinDerivadas 3.0 Unported.
No comments:
Post a Comment